গাইবান্ধা প্রতিনিধি
বৃহস্পতিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার জেলা প্রশাসক সেবাস্টিন রেমাকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ১৯ ডিসেম্বর বুধবার রাত ৮টার দিকে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইসির উপ সচিব সাবেদ উর রহমান। (অনলাইন সংবাদমাধ্যম সুত্রে প্রাপ্ত খবর)
তিনি বলেন, ডিসি সেবাস্টিন রেমার বিরুদ্ধে কাজে সক্রিয় না থাকার অভিযোগ ছিলো। তিনি আসন্ন সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বও পালন করছিলেন। তাকে প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন ইসি।
শাহজাহান সিরাজ/আরবি