rockland bd

গুরুদাসপুরে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা সভা

0

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
বৃহস্পতিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস।
গতকাল বিকেল ৩টায় মশিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে ওই নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস ছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি অ্যাড. কোহেলী কুদ্দুস মুক্তি, গুরুদাসপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মো. আলাল শেখ, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ মো. সামছুল হক শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ প্রমুখ।#
মো. আখলাকুজ্জামান/আর বি

Comments are closed.