rockland bd

সারিয়াকান্দিতে কম্বল বিতরণ

0

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
বৃহস্পতিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর

বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকার নিম্ন আয়ের লোকদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

গত মঙ্গলবার রাতে সারিয়াকান্দি পৌর এলাকায় অবস্থিত বিভিন্ন গরীব চায়ের দোকানদার, রিকশা-ভ্যান চালক, এবং রাস্তার পাশে দেখতে পাওয়া সাধারণ মানুষকে কম্বল মুড়িয়ে দেন তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শরিফ আহম্মেদ। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে ভর্তি থাকা সকল অসুস্থ্য মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। তার এমন কাজ সকলের কাছে প্রসংসা কুড়িয়েছে বলে দাবি করছেন সুশীল সমাজ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঙ্গে কথা হলে তিনি জানান, ওদিন দিনভর বৃষ্টির পর রাতে নিস্ন আয়ের মানুষদের শীত কাতর অবস্থায় দেখে নিজে খুব কষ্ট লাগছিল। তাই উপজেলা প্রশাসনের কাছে থাকা কম্বল তাদের গায়ে মুড়িয়ে দিয়েছি। যা আমার নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
তাজুল ইসলাম/আর বি

Comments are closed.