কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
বৃহস্পতিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
জয়পুরহাটের কালাইয়ে সিডিপির উদ্দ্যোগে জিন্দারপুর ইউনিয়নের বাখড়া সিডিপির কার্যালয়ে ইউনিয়নের প্রায় দুহাজার দুঃস্থ্য গরীব অসহায় পরিবারের সদস্যদের মাঝে ফ্রি ক্যাম্পেইন’এ নাক কান গলা রোগের উপরে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করেন প্রজেক্ট ম্যানেজার মিঃ বিপুল রেমা। চিকিৎসা সেবা প্রদান করেন বগুড়া শজিমেক ও হাসপাতালের নাক কান গলা বিশেষজ্ঞ ও হেড নেক র্সাজন ডাঃ মোঃ শফিউল আলম বিটু ও সিডিপির মেডিক্যাল অফিসার তাসমিন আরা। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হেলথ অফিসার মরিয়ম ইয়াসমিন। উক্ত অনুষ্ঠানে সুবিধা বি ত মা ও শিশুদের মাঝে ফ্রি ঔষধ বিতরন সহ বিভিন্ন দিক র্নিদেশনা মুলক তথ্য উপস্থাপন করা হয়।
মোঃ মুনছুর রহমান/আর বি