টাঙ্গাইল জেলা প্রতিনিধি,
বৃহস্পতিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
টাঙ্গাইল পৌর শহরের কান্দাপাড়া যৌনপল্লী থেকে ১৫ বছরের এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ৯৯৯ এ কল করার পর উদ্ধার করা হয় ওই কিশোরীকে।
পুলিশ জানিয়েছে, কিশোরীটি তার কাছে আগত এক খদ্দেরের কাছে তার কষ্টের কথা বললে, সেই ব্যক্তি ৯৯৯ এ কল করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে।
৯৯৯ এর সহকারি পুলিশ সুপার মো. মিরাজুর রহমান পাটওয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া ওই কিশোরীর বাড়ি হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলায়।
মেয়েটিকে উদ্ধার অভিযানের নেতৃত্বে ছিলেন টাঙ্গাইল মডেল থানা পুলিশের এসআই প্রতিমা।
উদ্ধারকৃত ওই কিশোরী কয়েকমাস আগে ভাগ্যান্বেষণে রাজধানীতে এসেছিল। এসে কাজে নেয় ঢাকার গাবতলি এলাকায় একটি গার্মেন্টে। কর্মস্থলে যাওয়া-আসার পথে তার সাথে পরিচয় হয় রুবেল নামের এক ছেলের। পরিচয় থেকে এক সময় ঘনিষ্ঠতা বাড়ে। একদিন রুবেল ওই কিশোরীর সাথে শাহনাজ নামের এক নারীর পরিচয় করিয়ে দেয়। পরিচয়ের এক পর্যায়ে একটি দোকান থেকে তারা কোল্ড ড্রিংকস পান করে। এর তিনদিন পর ওই কিশোরী অজ্ঞান অবস্থায় নিজেকে আবিষ্কার করে টাঙ্গাইল পৌর শহরের কান্দাপাড়া যৌনপল্লীতে। সেখানে প্রায় ৩ মাস কাটে তার।
অনেক কাকুতি-মিনতির পরও মেলে না উদ্ধার। অন্যদিনের মত গত মঙ্গলবার সকালেও এক খদ্দেরের কাছে ওই কিশোরী অন্ধকার জগত থেকে তাকে মুক্ত করার জন্য অনুরোধ জানায়। ওই খদ্দেরই ঘটনাটি জানায় ৯৯৯-এ।
৯৯৯ থেকে ঘটনাটি টাঙ্গাইল মডেল থানায় জানানো হলে সংশ্লিষ্ট থানা পুলিশ উদ্ধার করে নিয়ে আসে ওই কিশোরীকে।
হাফিজুর রহমান/আর এইচ