rockland bd

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক চাপায় শিশু নিহত

0

টাঙ্গাইল জেলা প্রতিনিধি,
বুধবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
টাঙ্গাইল মির্জাপুরের সৈয়দপুর ট্রাক চাপায় অটোরিক্সার এক শিশু যাত্রী নিহত হয়েছে । এ ঘটনায় আরো ৩
যাত্রী আহত হয়েছে । নিহত শিশু জাহিদ উপজেলার তেলিনা গ্রামের জাকির হোসেনের ছেলে। আজ বুধবার সকালে গোড়াই সখীপুর সড়কের সৈয়দপুর এলাকায় ঘটনাটি ঘটে।
ঈুলিশ স্থানীয়রা জানান, সখিপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক ঐ স্থানে পৌছালে বিপরীত দিক থেকে
আসা অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে ঘটনা স্থলেই শিশু জাহিদ মারা যায় ।
এঘটনায় আহত ৩ জন কে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের লাশ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।

হাফিজুর রহমান/আর এইচ

Comments are closed.