
শাহজাদপুরে জমি বিরোধের জেরে মা-মেয়েকে কুপিয়ে জখম
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
বুধবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা গ্রামে জমিজমা সংক্রান্তের জের ধরে এক কিশোরী মেয়ে ও তা মাকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।
জানা গেছে, বুধবার উপজেলার পল্লী অঞ্চল জামিরতা গ্রামে মৃত আলাউদ্দিনের মেয়ে আলেয়া (১২) ও তার
ফাতেমা (২৫) নিজ জমিতে মাশকালাই দেখতে গেলে একই গ্রামের শের আলী গং পূর্ব পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে জখম করে। এ সময় তার মা বাধা দিলে তাকেও বেধড়ক মারপিট করে।
দুপুরে রক্তাত অবস্থায় শাহজাদপুর থানায় নিয়ে আসলে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ ওই কিশোরী মেয়েকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তির পরার্মশ দেন।
মেয়ের মা ফাতেমা খাতুন জানান, তার মেয়ের নামে ৬৬ শতাংশ জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে শেরআলী গংদের সাথে বিরোধ চলে আসছিল। জমিজমা সংক্রান্ত বিষয়ে থানায় পূর্বের মামলাও রয়েছে।
মাশকালাই দেখতে গেলে তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা চালায় ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এ সময় সে বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে জখম করে।
বর্তমানে মা ও মেয়ে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি আছে।
মাসুদ মোশাররফ/আর এইচ