rockland bd

‘‘পাকিস্তানে জন্মালেই ভাল হতো’’, বললেন সোনু নিগম

0

সোনু নিগম। ছবি: ফোটোকর্প

বিনোদন ডেস্ক,
বুধবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
ভারতীয় প্লে ব্যাক সিঙ্গারদের সর্বনাশ দেখতে পাচ্ছেন সোনু। তাঁর বক্তব্য, এখন গায়কদেরই উলটে মিউজিক কোম্পানিগুলিকে টাকা দিতে হয়। না হলে পর্যাপ্ত মাইলেজ পাওয়া যাবে না।
দুই দশক বলিউডের সঙ্গীত দুনিয়া শাসন করেছেন তিনি। বহু জনপ্রিয় হিন্দি গানে তাঁর গলা মাতিয়ে রেখেছে আসমুদ্রহিমাচল। সেই সোনুর কথাতেই এবার কেঁপে উঠল দেশ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে এসে ক্ষোভ উগড়ে দিয়ে সোনু বললেন, ‘‘মাঝে মাঝে মনে হয়, পাকিস্তানের বাসিন্দা হলেই ভাল হতো। তা হলে ভারতে গাওয়ার ডাক পেতাম।’’
এখানেই শেষ নয়। ভারতীয় প্লে ব্যাক সিঙ্গারদের সর্বনাশ দেখতে পাচ্ছেন সোনু। তাঁর বক্তব্য, এখন গায়কদেরই উলটে মিউজিক কোম্পানিগুলিকে টাকা দিতে হয়। না হলে পর্যাপ্ত মাইলেজ পাওয়া যাবে না।
কিন্তু পাকিস্তানে জন্মের প্রসঙ্গ কেন? খোলসা করলেন সোনু। সোনুর দাবি, ‘‘পাকিস্তানি গায়কদের কিন্তু এমন ভোগান্তি হয় না। আতিফ আমার বন্ধু, ওঁর এমন কোনও অভিজ্ঞতা নেই। এমন কী রাহতও এমন কিছুর মুখে পড়েননি। আমাদের তবে এই অবস্থা কেন?’’
যদিও নতুন গায়কদেরও নম্বর দেননি সোনু। তাঁর মতে নতুন গায়করা তাৎপর্যপূর্ণ কোনও গানও তৈরি করতে পারছেন না। শুধুই রিমিক্সের সওদা চলছে।
এ কথা অস্বীকার করার যায় না যে, সোনু নিগমের বাজার আর আগের মতো নেই। তবে তাঁর মনে যে এত ক্ষোভ জমা হয়েছিল, তা কি আগে কেউ ভেবেছিল? সূত্র: এবেলা

আর এইচ

Comments are closed.