rockland bd

কুমিল্লায় প্রচারণায় ব্যস্ত আ’লীগ প্রার্থীরা, মাঠে নেই বিএনপি

0

কুমিল্লায় প্রচারণায় ব্যস্ত আ’লীগ প্রার্থীরা

কুমিল্লা প্রতিনিধি,
বুধবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন প্রার্থীরা ভোট চেয়ে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। বিভিন্ন আসনে চলছে নির্বাচনী পথসভা ও উঠান বৈঠক।
এদিকে আইএসআইয়ের সাথে ষড়যন্ত্রের কথিত অভিযোগে বিএনপি প্রার্থী ড. খন্দকার মোশাররফের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন কুমিল্লা-১ আসনে নৌকার প্রাথী মেজ. জে. (অব.) সুবিদ আলী ভূইয়া এমপি।
কুমিল্লা-২ আসনে তিতাসের নৌকায় ভোট চেয়ে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন আ’লীগ মনোনীত প্রার্থী উত্তর জেলা আ’লীগের সহ-সভাপতি সেলিমা আহমাদ মেরী।
কুমিল্লা – ৭ আসন চান্দিনায় গনসংযোগ ও উঠান বৈঠক করেছেন আলী আশ্রাফ এমপি।
কুমিল্লা- ৯ আসনের লাকসামে ব্যাপক গণসংযোগ ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন আ’লীগ প্রার্থী তাজুল ইসলাম এমপি। গণসংযোগকালে তিনি গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়ে নৌকায় ভোট চান। এ সময় তিনি ভোটারদের বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

তারিকুল ইসলাম শিবলী/আর এইচ

Comments are closed.