rockland bd

চাঁদপুরে দিনে দুপুরে ফ্ল্যাট বাড়িতে দুর্ধর্ষ চুরি

0

চাঁদপুর (কুমিল্লা) প্রতিনিধি
বুধবার, বাংলাটুডে টোয়েন্টিফোর
চাঁদপুরে দিনে দুপুরে একটি ফ্ল্যাট বাড়িতে দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে। একই সাথে দুই বাসার গ্রিল কেটে ভেতরে ঢুকে ২ লক্ষ টাকা নগদ সহ ২০ ভড়ি স্বর্ন চুরি করে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে গতকাল দুপুর দেড় টায় শহরের মাদ্রাসা রোড নিঝুম ভিলা’র নিচ তলায় ভাড়াটিয়া সাইফুল ইসলাম ও মোতায়ন ইসহাক হোসেনের বাসায়। ঘটনার পরেই চাঁদপুর মডেল থানার ইন্সপেক্টর আবদুল রফ এসআই সিরাজুল ইসলাম ঘটনাস্থলে তদন্ত করেন।

বাসার ভাড়াটিয়া সাইফুল ইসলাম জানান , মঙ্গলবার দুপুরে আমি পরিবারকে নিয়ে সদর হাসপাতালে চিকিৎসা করতে যাই। সেই সুযোগে চোর চক্ররা বাসার পেছনের গ্রিল কেটে বাসায় ডুকে আসবাপত্র তছনছ করে। তারা আলমারি ভেঙ্গে নগদ ২ লক্ষ টাকা , ২০ ভড়ি স্বর্ন ও ১টি মোবাইল চুরি করে নিয়ে যায়। দুপুর ২ টায় বাসায় এসে সবকিছু তছনছ অবস্থায় দেখতে পাই।

এই ঘটনায় ইন্সপেক্টর আবদুল রফ জানায়, চুরির ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এই ঘটনার সাথে পাশের বাসার লোকজন জড়িত থাকতে পারে।

শাহরিয়ার খাঁন কৌশিক/আর বি

Comments are closed.