rockland bd

দাউদকান্দিতে লাঙ্গলের বিশাল শোডাউন

0

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

বুধবার, বাংলাটুডে টোয়েন্টিফোর

মঙ্গলবার বিকেল ৪ টায় ১১তম জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনার অংশ হিসেবে দাউদকান্দি পৌরবাসীকে মাতালেন লাঙ্গলের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ। বাঁশি বাজিয়ে, বাহারি রংয়ের লাঙ্গল হাতে হাতে, লাল-সবুজের পতাকে মিছিলে , নারী-পুরুষ , যুবক-বৃদ্ধসহ নেতা-কর্মীর কণ্ঠে লাঙ্গল লাঙ্গল স্লোগানে আনন্দ উৎসবে পরিনত হয়েছে দাউদকান্দি পৌরসদর।

লাঙ্গলের মিছিলটি একনজর দেখতে রাস্তার পাশে , দোকানের সামনে এবং ভবনের ছাদে অসংখ্য সাধারণ মানুষের অবস্থান ছিলো । এছাড়াও ঢোল-বাদ্য বাজিয়ে, নেচে-গেয়ে মিছিল নিয়ে স্বতস্ফুর্তভাবে শো-ডাউনে সামিল লাঙ্গলের কর্মী সমর্থকদের ‘ উৎসব মুখর এমন দৃশ্য ফুটে উঠেছে।

কুমিল্লা-১ আসনে জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকারের নেতৃত্বে লাঙ্গলের মিছিল বের হয়। মিছিলটি দাউদকান্দি বিশ্বরোড থেকে বের হয়ে পৌর বাজার প্রদক্ষিন করে দোনারচর হয়ে মহাসড়ক অতিক্রম করে উত্তর নছরদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

মিছিল ও শোডাউনে দাউদকান্দি উপজেলা জাতীয় পার্টি, জাতীয় যুবসংহতি ও জাতীয় ছাত্রসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওমর ফারুক মিয়াজী/আর বি

Comments are closed.