নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বুধবার, বাংলাটুডে টোয়েন্টিফোর
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে মহাজোট প্রার্থী রেজাউল করমি তানসেন কে নৌকা মার্কায় বিজয়ী করতে বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন রানার রাজনৈতি কার্যালয়ে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ও মহাজোট প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন। এসময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের কাউন্সিলর আনোয়ার হোসেন রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনিছুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, আওয়ামী লীগ নেতা মোরশেদুল বারী, মোখলেছুর রহমান, একরাম হোসেন, সোহলে রানা সোহাগ, জুলফিকার আলী, কালিপদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আলী রেজা মারুফ বাবু, উপজেলা কৃষকলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সানোয়র হোসেন মিলন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাহাঙ্গির আলম বাদশা, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাসান সবুজ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তুহিন আহম্মেদ, যুগ্ম-আহ্বায়ক রাজিব ও নাদিম প্রমুখ।
টিপু সুলতান/আর বি