rockland bd

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিনামুল্যে বিশেষায়িত চক্ষু ও ছানি অপারেশন ক্যাম্প

0

পঞ্চগড় প্রতিনিধি
বুধবার, বাংলাটুডে টোয়েন্টিফোর
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিনামূল্যে বিষেশায়িত চক্ষু ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডশনের সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূিচর আওতায় গতকাল মঙ্গলবার দুপুরে তেঁতুলিয়ার ভজনপুর ইউনিয়নে ওই ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগী ফ্রি সেবা গ্রহন করেন এবং ১৫ জন রোগীকে সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতালে বিনামুল্যে চোখের ছানি অপারেশনের উদ্যোগ নেয়া হয়। উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ, পঞ্চগড়’র প্রোগ্রাম ম্যানাজার (এমএফ) মো. রেজাউল করিম, সমৃদ্ধি কর্মসূচির ব্যবস্থাপক কহিনুর ইসলাম প্রমূখ।
সামসউদ্দীন চৌধুরী কালাম/আর বি

Comments are closed.