rockland bd

পঞ্চগড়ে ‘পিথাই’র প্রভাবে দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি

0

পঞ্চগড় প্রতিনিধি
বুধবার, বাংলাটুডে টোয়েন্টিফোর
ঘুর্নিঝড় ‘পিথাই’র প্রভাবে গতকাল মঙ্গলবার পঞ্চগড়ে দিনভর গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে। ভোররাত থেকে শুরু হওয়া বৃষ্টি সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত অব্যাহত ছিল। বৃষ্টির সময় কনকনে ঠান্ডা বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। বৃষ্টির সাথে হীম শীতল বাতাসের কারণে প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হয়নি। তবে খেটে খাওয়া মানুষগুলো বের হয়েছে জীবিকার তাগিদেই। হঠাৎ শীতের তীব্রতায় ভির বেড়েছে পুরনো শীতবস্ত্রের দোকানগুলোতে। বিকেলে থেকে জেলা শহরের মৌসূমী শীতবস্ত্রের দোকানগুলোতে শীতার্ত মানুষদের ভির লক্ষ্য করা গেছে। এদিকে নির্বাচনে প্রচারের ক্ষেত্রেও কিছুটা বাধা হয়ে দাড়ায় বৃষ্টি। সকালে না হলেও বিকেলে থেকে বৃষ্টির মধ্যেও প্রচারণায় বের হয় বিভিন্ন দলের প্রার্থী-কর্মীরা। নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে রশিতে ঝুলিয়ে রাখা পোস্টার পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে।
সামসউদ্দীন চৌধুরী কালাম/আর বি

Comments are closed.