
মাদারীপুরে ভয়াবহ অগ্নিকান্ড
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি,
সোমবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
ভয়াবহ অগ্নিকান্ডে শিবচরের কুতুবপুর বাজারের ১৩টি দোকান পুড়ে গেছে। এতে নগদ টাকা, বিভিন্ন মালামাল পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসাীরা দাবী করেছেন।
জানা যায়, গতকাল রবিবার গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিমিশেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারন করে।
অগ্নিকান্ডে ১৩ টি দোকানের বিভিন্ন মালামাল আগুনে পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবী করেছেন।
অগ্নিকান্ডের খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।
রাতেই শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান ও থানার পরিদর্শক(তদন্ত) শাজাহান মিয়াসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকান্ডের কারন জানা যায়নি।
মোঃ ইব্রাহীম/আর এইচ