গাইবান্ধা সংবাদদাতা,
সোমবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের ভবাণিপুর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়ি ভষ্মিভূত হয়েছে।
গত ১৬ ডিসেম্বর রাতে গ্রামের আব্দুল জব্বারের রান্না ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মহূর্তে তা ছড়িয়ে পড়লে গোটা বাড়িতে অাগুন লেগে যায়।
এতে ৫টি টিনসেড ঘর, ধান, চাল, আসবাবপত্র নগদ টাকাসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ গোলাম মোস্তফা জানান, সরকার যে ভাড়ি গাড়ি দিয়েছে তা গ্রাম-গঞ্জে সরু রাস্তায় নিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় সহসায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি বাড়ছে।
শাহজাহান সিরাজ/আর এইচ