নারায়ণগঞ্জ প্রতিনিধি
সোমবার, বাংলাটুডে টোয়েন্টিফোর
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীর কয়েক হাজার বর্গফুট এলাকা অবৈধভাবে দখল ও ভরাটের উদ্দেশ্যে স্থাপিত গাছের পাইলিং উচ্ছেদে অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
সোমবার দুপুরে মেঘনা নদীর বৈদ্যেরবাজার ইউনিয়নের চর লাউয়াদী এলাকায় ইউনিক গ্রুপের মালিক নূর আলীর জায়গার সামনে মেঘনা নদীতে গাছ দিয়ে করা পাইলিংয়ে এ অভিযান চালানো হয়। তবে বৃষ্টির কারণে কাজ করতে উচ্ছেদ কর্মীদের বেগ পেতে হয়। এসময় বালু দিয়ে নদী ভরাট করায় ৩ জনকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের উপ পরিচালক মোঃ শহীদুল্লাহ, সহকারী পরিচালক ইশতিয়াক পারভেজ, মোঃ শাহআলম প্রমুখ।
এছাড়া স্পীডবোটযোগে উচ্ছেদ অভিযানসহ মেঘনা নদীর বর্তমান অবস্থা পরিদর্শন করেছেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডোর এম মোজাম্মেল হক, নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী সহ উধ্বর্তন কর্মকর্তারা।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের উপ পরিচালক মোঃ শহীদুল্লাহ জানান, ইউনিক গ্রুপ মেঘনা নদীর কয়েক হাজার বর্গফুট জায়গা বালু ফেলে ভরাট করেছিল। নদীর আরো কয়েক হাজার বর্গফুট জায়গা দখলের উদ্দেশ্যে ইউনিক গ্রুপ গাছ দিয়ে পাইলিং করেছিল। আমরা সেই পাইলিং ভেঙ্গে দিয়েছি। এছাড়া এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে সোনারগাঁ থানার ওসিকে চিঠি দেয়া হয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মোঃ মামুন মিয়া/আর বি