rockland bd

ঢাকা, সিলেট ও রংপুরের নির্বাচনী জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা

0

ডেস্ক প্রতিবেদন
সোমবার, বাংলাটুডে টোয়েন্টিফোর
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে রাজধানী ঢাকা, সিলেট ও রংপুরসহ বিভিন্ন স্থানে কয়েকটি জনসভায় যোগদান করবেন।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত রবিবার এ কথা জানানো হয়।
এতে জানানো হয়, শেখ হাসিনা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২২ ডিসেম্বর শনিবার সিলেটে হযরত শাহ জালাল (রহ.), হযরত শাহ পরাণ (রহ.) ও হযরত গাজী বোরহান উদ্দিনের (রহ.) মাজার জিয়ারত করবেন এবং দুপুর আড়াইটায় নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে দলের নির্বাচনী জনসভায় যোগ দেবেন।
এতে আরো জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২৩ ডিসেম্বর রবিবার সকালে রংপুর যাবেন এবং সকাল দশটায় তারাগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশ নেবেন। একই দিন দুপুর দুইটায় পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে দলের নির্বাচনী জনসভায় যোগ দেবেন।
এছাড়াও শেখ হাসিনা আগামী ২৪ ডিসেম্বর সোমবার সকাল এগারোটায় রাজধানীর কামরাঙ্গীরচর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশ নেবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সকল নির্বাচনী জনসভা ও কর্মসূচিকে সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

এবিএস

Comments are closed.