গাইবান্ধা প্রতিনিধি
রবিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর
গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পুর্ব খামার বোয়ালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা, খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বোয়ালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম জিন্নাহ’র সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আসাদুজ্জামান শাহীনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক শাহজাহান সিরাজ, গণউন্নয়ন কেন্দ্রের শিক্ষা প্রোগ্রামে কর্মরত মোছাঃ শিউলি বেগম, সহকারী শিক্ষক মোছাঃ আসাদুন্নাহার, জেসমিন বেগম, রিনা আক্তার, খায়রুল ইসলাম, এনামুল হক, লিমানুর রহমান, লাভলু, রাজু মিয়া প্রমুখ। আলোচনা শেষে অতিথিরা অত্র বিদ্যালয়ের প্রি-ক্লাসের কচিকাঁচা শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে যোগ দেন।
শাহজাহান সিরাজ/আর বি