ফরিদপুর প্রতিনিধি
রবিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর
আওয়ামী লীগ প্রার্থীর নৌকা প্রতীক বিজয়ের লক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার।
শনিবার সকাল থেকে রাত পর্যন্ত ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনের মধুখালীর সদর, মেকচামি, গজনার ইউনিয়নের বিভিন্ন এলাকার তিনি আওয়ামী লীগের প্রার্থী মনজুর হোসেনের পক্ষে ভোট চাইতে প্রচারণায় নামেন। এসময় তিনি বেশ কয়েকটি পথ সভা, উঠান বৈঠক করেন। পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন বিষয়ে মতবিনিময় করেন।
এসকল কর্মসূচিতে দলীয় প্রার্থী মনজুর হোসেন বুলবুল, মধুখালী আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক রেজাউল করিম বকুসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রলীগের সাবেক এই সভাপতি বিভিন্ন কর্মসূচিতে বর্তমান সরকারের উন্নয়ন কাজের তথ্য তুলে ধরে বলেন, ‘নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক, উন্নয়নের প্রতীক। দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। এ জন্য নৌকার বিজয় নিশ্চিত করার বিকল্প নেই।’
উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের মোট ভোটার ৪ লক্ষ ১০ হাজার ৯১ জন । এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৫ হাজার ৪৫০ এবং নারী ভোটার ২লক্ষ ৪ হাজার ৬৪১ জন।
কে এম রুবেল/এবিএস