নীলফামারী প্রতিনিধি
রবিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর
একাদশ সংসদ নির্বাচনে নীলফামারী-২ (সদর) আসনে মহাজোট মনোনীত আওয়ামী লীগ দলীয় প্রার্থী সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের পক্ষে গণসংযোগ নেমেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় দপ্তর উপ-কমিটির সদস্য মেহেদী হাসান।
গতকাল সকাল থেকে তিনি নীলফামারী সদর আসনের রামনগর ও কচুকাটা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভোটরদের কাছে সরকারের ১০ বছরের উন্নয়ন তুলে ধরে আসাদুজ্জামান নূরের পক্ষে নৌকা মার্কায় ভোট প্রার্থণা করেন।
এসময় তাঁর সাথে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে মেহেদী হাসান বলেন, নীলফামারীসহ দেশের উন্নয়নের ধারা চলামন রাখতে হলে একাদশ সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় আবারো ভোট দিতে তাকে সরকার পরিচালনায় আনতে হবে।
আর এজন্য নীলফামারী-২ আসনে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ভাইকে জয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে এই আসন উপহার দিতে হবে আমাদের।
বি.কে.চক্রবর্তী/আরবি