নীলফামারী প্রতিনিধি
রবিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘রাজনীতি মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য। সেই রাজনীতির নামে মানুষ হত্যার রাজনীতি আওয়ামী লীগ করেনা।’
গতকাল দুপুরে নীলফামারীতে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জেলা জাতীয় পার্টি কার্যালয়ে চত্বরে জেলা জাতীয় পার্টি আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন জেলা জাতীয় পার্টির নেতা উমেদ আলী।
এসময় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজ, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদসহ জেলা জাতীয় পার্টি ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির নেতাকর্মীদের উদ্যেশে মন্ত্রী নূর বলেন, ‘দেশের রাজনীতের মাঠে জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযাত্রী। বিগত দিনগুলোতে দেশের অনেক সমস্য মোকাবেলা করতে হয়েছে আমাদের। জাতীয় পার্টিসহ মহাজোটের অন্যান্য শরীক দল গুলো আমাদের পাশে ছিল বলেই এসব সমস্যা মোকাবেলা করতে সক্ষম হয়েছি আমরা।’
নীলফামারী জেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের উদ্যেশে মন্ত্রী নূর বলেন,‘ একাদশ সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসনে আমি মহাজোটের মনোনীত প্রার্থী। বিগত নির্বাচন গুলোতে আপনাদের সমর্থন ও সহযোগীতায় আমি পর পর তিন বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। আপনাদের পাশে থেকেছি। আশা করি এবারো সেই সমর্থন ও সহযোগীতা অব্যহত রাখবেন।’
মতবিনিময় সভা শেষে বিকাল ৪টার দিকে জেলা জাতীয় পার্টি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন মন্ত্রী আসাদুজ্জামান নূর।
বি.কে. চক্রবর্তী/আর বি