সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
রবিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর
বগুড়ার সারিয়াকান্দিতে সাফল্য বহুমুখী সমবায় সমিতি লিঃ ও ঐক্য বহুমুখী যুব সমিতি লিঃ এর উদ্যোগে ৪’শ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে জোড়গাছা বাজার প্রধান কার্যালয়ে সভাপতি মহিদুল হাসানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাফল্যর ২০০ শীতার্থ সদস্যদের মধ্যে শীত বস্ত্র বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শরিফ আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমবায় অফিসার মোঃ সালাউদ্দীন সিদ্দিক, ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল উদ্দীন।
এছাড়াও সমবায়ের সহকারি পরিদর্শক মোঃ রুহুল আমিন, সমিতর সহ সভাপতি জুয়েল আলম, সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গত শুক্রবার সকালে জোড়গাছা সোনাপুর তিন মাথায় ঐক্যর সভাপতি মোঃ সাব্বির হোসেনের সভাপতিত্বে ২’শ শীতার্ত পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণের মধ্যদিয়ে এর আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন করেন মহিলা ইউপি সদস্য অনিলা আক্তার।
তাজুল ইসলাম/এম এ এস