উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
রবিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর
কুড়িগ্রামের উলিপুরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন, আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও গণসংঙ্গীত পরিবেশন করেছে উদীচী শিল্পীগোষ্ঠি উলিপুর শাখা।
গত শুক্রবার সন্ধায় শহীদ মিনার চত্বরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জলনের পর আলোচনায় সভায় বাংলাদেশ উদীচী শিল্পিগোষ্ঠির উলিপুর শাখার প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক (অব.) হরি গোপাল সরকার বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। উদীচী শিল্পীগোষ্ঠির ক্ষুদে সদস্যরা কবিতা আবৃত্তি করেন। এরপর গণসংঙ্গীত “মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এ গান গেয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেন উদীচী শিল্পীগোষ্ঠির সদস্যরা।
শিমুল দেব/এম এ এস