rockland bd

শিক্ষার্থীদের বাল্যবিবাহ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে নানা প্রতিযোগীতা

0


পীরগঞ্জ প্রতিনিধি
শনিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
পীরগঞ্জে ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, মাদকাসক্তি, এসিড সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হতে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা এবং দেয়াল পত্রিকা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন-(ইএসডিও) ও পিকেএসএফ এর ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচির আওতায় এ প্রতিযোগীতা আয়োজন করা হয়। এছাড়াও পিঠা উৎসব ও পৌষ মেলা এবং বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। প্রতিযোগীতায় পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাইলট স্কুল, লোহাগাড়া বালিকা, বাঁশগাড়া, রঘুনাথপুর, এসি মডেল ও জনগাঁও উচ্চ বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী এতে অংশ গ্রহন করে। পরে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলার চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া তাবাসসুম, ইএসডিও’র সিনিয়র সেক্টর কো-অডিনেটর শাহ্ মোঃ আমিনুল হক, ইত্তেফাক সংবাদদাতা ও প্রেসক্লাব সভাপতি মেহের এলাহী, সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, লোহাগাড়া বালিকা বিদ্যালয়ের শিক্ষক মুনসুর আলমসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এন কে রানা/এবিএস

Comments are closed.