rockland bd

বগুড়া-৫ আসনে ধানের শীষের পোস্টার পুড়ে ফেলার অভিযোগ

0

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শনিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-৫ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি সহ বেশ কয়েকজন প্রার্থী মাঠে নেমেছে ভোট যুদ্ধে। জনগণের ভোট চেয়ে বিভিন্ন স্থানে ঝুলানো হচ্ছে প্রতিক সম্বলিত পোস্টার। তবে আওয়ামী লীগের পোস্টারগুলো বেশ নজরে পড়লেও বিএনপি’র পক্ষ থেকে পোস্টার ঝুলানো শুরু হয়েছে। গত মঙ্গলবার ধুনটে বিএনপি’র প্রার্থী জি এম সিরাজের প্রচারণা বহরে হামলা চালিয়ে ভাংচুর করার পাশাপাশি বগুড়ার শেরপুরের বথুয়াবাড়ি বাজার এলাকায় গত বৃহস্পতিবার বিকেলে ধানের শীষের পোষ্টার ছিড়ে ফেলে আগুনে পুড়িয়েছে দুর্বৃত্তরা। এলাকাবাসি জানায়, উপজেলার খানপুর ইউনিয়নের বথুয়াবাড়ি বাজার এলাকায় বিএনপি সমর্থিত কর্মীরা গত বৃহস্পতিবার সকালে ধানের শীষের পোস্টার সুতলি (রশি) টাংগিয়ে দেয়। দুর্বৃত্তরা টাংগানোগুলো বিকেলে ছিড়ে ফেলে দিয়ে তাতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। এই নিয়ে এলাকার বিএনপির নেতা কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে নাম প্রকাশ্যে অনিচ্ছুক অনেক সাধারণ ভোটার জানান, এরকম সন্ত্রাসী কার্যক্রম চলতে থাকলে নির্বাচনে ধানের শীষের ফলাফল ভাল হবে। এছাড়াও এমন ঘটনায় নির্বাচনের শান্তিপুর্ন পরিবেশ নষ্ট হচ্ছে । এ ব্যাপারে ওই এলাকার বিএনপি নেতা আলতাব আলী জানান, আওয়ামী লীগের নেতাদের হুকুমে কয়েকজন দুর্বৃত্ত পোষ্টার ছিড়ে পুড়ে ফেলেছে। পোস্টার ছিড়ে ফেলা প্রসঙ্গে খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য খলিলুর রহমান জানান, বিএনপির দুই গ্রুপের দ্বন্দ থাকায় তারাই পোস্টার ছিড়ে পুড়িয়ে ফেলেছে। এখন আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে।
এ ব্যাপারে সহকারি রিটার্নিং ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ লিয়াকত আলী সেখ বলেন, এমন ঘটনার কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখব।
আব্দুল ওয়াদুদ/আর বি

Comments are closed.