বাংলাটুডে ডেস্ক :
বাংলাদেশ ক্রিকেট দল সিরিজ জয়ের প্রত্যয় নিয়ে দেশত্যাগ করেছিল। কিন্তু জয় তো দূরে থাক লড়াইও করতে পারছে না সাকিব আল হাসানের দল । প্রথম টি-টোয়েন্টিতে ৪৫ রানে হারের পর এবার ৬ উইকেটের পরাজয়। তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ এখন বাকি।
প্রথম ম্যাচে টস জিতে বল বেছে নিয়েছিলেন বাংলাদেশ দলপতি; ভাগ্য সহায় হয়নি। একই মাঠে গতকালও টসভাগ্যে নেয়া হলো ব্যাট; কিন্তু তাতেও হলো না। রশিদ খান রহস্যই উদঘটন করা যাচ্ছে না কোন ভাবেই। প্রথম ম্যাচে ১৩ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া এই লেগ স্পিনার এবার ১২ রানে নিয়েছেন ৪ উইকেট। উইকেট চারটিও একবার দেখুনÑ তামিম (৪৮ বলে ৪৩, বোল্ড), সাকিব (৭ বলে ৩, ক জদরান), সৌম্য (৯ বলে ৩, ক আসগর) ও মোসাদ্দেক (প্রথম বলেই এলবিডবিøউ)। ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন একশ পেরিয়েছে তখনই দৃশ্যপটে আসেন রশিদ। এসেই এক ওভারে তুলে নেন সাকিব, তামিম ও মোসাদ্দেককে, পরের ওভারে সৌম্যকে। মুহূর্তেই ৪ উইকেটে ১০১ থেকে ৮ উইকেটে ১০৮ রানে পরিণত হয় স্কোরবোর্ড। আবু হায়দারের (১৪ বলে ২১) ক্যামিওয় স্কোরটা দাঁড়ায় ৮ উইকেটে ১৩৪। মুজিব কোন উইকেট না পেলেও ৪ ওভারে দেন মাত্র ১৫ রান, নবী নিয়েছেন ১৯ রানে ২টি।
মামুলি রান তাড়া করতে ১৮.৫ ওভার খেলা লাগলেও জয়ের পথেই ছিল আফগানরা। ৩৮ রানের উদ্বোধনী জুটির পর রানের গতি কমে আসলেও উইকেট সংরক্ষণে রেখে এগুতে থাকে স্বাগতিকরা। রুবেলের করা ১৯তম ওভারে দুটি করে ছক্কা-চারে ২০ রানের হিসাবটা মিলিয়ে নেন মোহাম্মাদ নবী (১৫ বলে ৩১)। আফগানদের হয়ে ৪১ বলে সর্বোচ্চ ৪৯ রান করেন সামিউল্লাহ শেনওয়ারি।
একই মাঠে আগামীকাল অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ম্যাচ।
বাংলাদেশ : ২০ ওভারে ১৩৪/৮
আফগানিস্তান : ১৮.৫ ওভারে ১৩৫/৪
ফল : আফগানিস্তান ৬ উইকেটে জয়ী।
সিরিজ : আফগানিস্তান ২-০ ব্যাবধানে এগিয়ে
বাংলাটুডে২৪/আরবি
- সংবাদ শিরোনাম
- করোনার টিকা কেনার স্বচ্ছতা নিয়ে টিআইবি’র উদ্বেগ
- ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা মার্কিন বিদায়ী প্রশাসনের
- ওয়াজ মাহফিলের অনুমতি দিতে কড়াকড়ির অভিযোগ
- ক্যাপিটল হিলের দাঙ্গায় উস্কানি দেয়ায় আবারো অভিশংসিত ট্রাম্প
- নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো শতাধিক ঘর
- চীন-পাকিস্তানের যৌথ আক্রমণ রুখতে আমরা তৈরি: ভারতীয় সেনাপ্রধান
- কুয়েতের মন্ত্রীদের একযোগে পদত্যাগ
- সিরিয়ার ওপর আবার আগ্রাসন চালালো ইসরাইল
- ভারতে আরো এক প্রতিষ্ঠানের করোনার টিকা সরবরাহ কাজ শুরু
- বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া রোহিঙ্গারা পাসপোর্ট পাবেন: পররাষ্ট্রমন্ত্রী