rockland bd

বোলিং পরীক্ষা দিলেন আরাফাত সানি

0

ক্রিয়া ডেস্ক ঃ  আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ আরাফাত সানির অ্যাকশন শোধরানোর অগ্রগতি দেখতে মঙ্গলবার (৯ আগস্ট) দুপরে একাডেমি ‍মাঠে ক্যামেরাবন্দী হলো তার বোলিং ডেলিভারি। একাডেমি মাঠের সেন্টার উইকেটের সামনে-পেছনে, ‍ডান-বাঁয়ে চারটি ক্যামেরার পাশাপাশি বোলিং অ্যাকশন রিভিউ কমিটির বিশেষজ্ঞদের তীক্ষ্ম দৃষ্টির ‍সামনে বোলিং করেন আরাফাত সানি।

ভিডিও ধারণের তত্ত্বাবধানে ছিলেন বিসিবি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ম্যানেজার নাসির আহমেদ নাসু। ভিডিও ধারণের পুরো সময়টাই সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করেছেন বোলিং অ্যাকশন রিভিউ কমিটির দুই সদস্য গোলাম ফারুক সুরু ও ওমর খালেদ রুমি। তাদের সঙ্গে ছিলেন বিসিবির বোলিং কোচ মাহবুব আলী জাকি।

বিসিবির অধীনে বোলিং পরীক্ষা দিয়ে সুসংবাদ পেয়েছেন তাসকিন আহমেদ। গত ৩১ জুলাই বোলিং পরীক্ষা দেন তাসকিন। গতকাল জানা যায় বোলিং অ্যাকশন রিভিউ কমিটির নেওয়া পরীক্ষায় পাস করেছেন জাতীয় দলের এই পেসার। বিসিবির গ্রিন সিগন্যাল পাওয়ায় আইসিসির অনুমোদিত কোনো ল্যাবে চূড়ান্ত পরীক্ষা দেবার প্রস্তুতি নিচ্ছেন এ তরুণ।

পরীক্ষার দিন  তাসকিনের অ্যাকশন নিয়ে খালি চোখে কোনো সমস্যা মনে হয়নি রিভিউ কমিটির বিশেষজ্ঞদের কাছে। তবে সানির ব্যাপারে ভিডিও ফুটেজ না দেখে মন্তব্য করতে ‍চাননি তারা।

জানা গেছে, সপ্তাহখানেকের মধ্যে ফুটেজ বিশ্লেষণ করে সানির বোলিং অ্যাকশনের আপডেট জানানো হবে।

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে গত ৯ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের প্রথম রাউন্ডের ম্যাচে সানি ও তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে। আইসিসির অনুমোদিত ল্যাবে পরীক্ষা দেয়ার পর নিষিদ্ধ হন বাংলাদেশের এ দুই বোলার।

Leave A Reply