rockland bd

বিএনপি দেশে ‘গৃহযুদ্ধ’ বাধাতে চায়: কাদের

0

বৃহস্পতিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতাদের আগ্রাসী বক্তব্যে মনে হচ্ছে তারা দেশকে ‘গৃহযুদ্ধের’ দিকে ঠেলে দিতে চায়। ‘জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিএনপি নেতারা বিভিন্ন স্থানে আগ্রাসী বক্তব্য দিচ্ছে। তারা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তারা প্রতিটি ভোটকেন্দ্রে ৩০০/৪০০ নেতাকর্মী ও সমর্থকদের অবস্থান নিতে বলছে। যদি আওয়ামী লীগ তার নেতাকর্মী ও সমর্থকদের একই নির্দেশনা দেয়- তাহলে ওইসব স্থানে গৃহযুদ্ধ ঘটবে না? প্রশ্ন রাখেন তিনি।’ রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে যোগ দেয়ার পর সাংবাদিকদের সাথে আলাপে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ কথা বলেন।
কাদের বলেন, ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতারা মুলত লন্ডনে তাদের নেতা তারেক রহমান দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তিনি আরও বলেন, বিএনপি কেবল নিজেদের ফায়দা তোলার জন্য ড. কামাল হোসেন ও ঐক্যফ্রন্টের অন্য নেতাদের ব্যবহার করছে।-ইউএনবি

এবিএস

Comments are closed.