rockland bd

মধুখালীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী উদযাপিত

0

নিজস্ব প্রতিবেদক, মধুখালী
বৃহস্পতিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। হিজরি সনের ১২ রবিউল আউয়াল। এইদিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গতকাল বুধবার ফরিদপুরের মধুখালীতে যথাযোগ্য ধর্মীয় মর্যদা ও ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে মধুখালী উপজেলা সদরে অবস্থিত মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের কক্ষে ম্যানেজিং কমিটি, এলাকার সুধিবৃন্দ, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের উপস্থিতে দিবসটি উপর তাৎপর্য তুলে ধরে রাসুলের জীবনীর উপর আলোচনা করেন বিদ্যালয়ের প্রধান ধর্মীয় শিক্ষক মাওলানা আবুল খায়ের, সহকারি ধর্মীয় শিক্ষক মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আবু রাসেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন। উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি হাজি মোহাম্মদ আলী মিয়া, প্রধান শিক্ষক মো. ফরিদুল মনসুর, ম্যানেজিং কমিটির সদস্য মো. মুরাদুজ্জামান, মো. আতিয়ার রহমান মোল্যা, রাশেকুল আমিন রশীদ মাষ্টারসহ বিভিন্ন সুধিজন ও শিক্ষক এবং শিক্ষার্থীরা। আলোচনা শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

শাহজাহান হেলাল/এবিএস

Comments are closed.