rockland bd

বেনাপোল সীমান্তে নারী-পুরুষ শিশুসহ আটক-৯

0

যশোর প্রতিনিধি
বুধবার, বাংলাটুডে টোয়েন্টিফোর

যশোরের বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নারী পুরুষ শিশুসহ ৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। তবে এসময় কো পাচারকারিকে আটক করতে পারেনি তারা। বুধবার সকাল ৮ টার সময় বেনাপোল-পুটখালী সড়কের চারা বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো হুমায়ুন (২৮),রানী বেগম(২৮),জায়গা বেগম (৩৫),রুমা খাতুন (৩০), শহিদুল শেখ (৩২), রিয়া খাতুন(৭), সাজ্জাদ হোসেন (১২), লিটন বর্মন(৩৮) ও পিন্টু সরকার (৩১)।এদের বাড়ি নোয়াখালী, চাঁদপুর, বাগেরহাট ও নড়াইলের বিভিন্ন এলাকায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বেনাপোলের দিকে যাচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল বেনাপোল-পুটখালী সড়কের চারা বটতলা এলাকায় অভিযান চালিয়ে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশুকে আটক করে। আটকদের বেনাপোল পোর্ট থানায় সৌপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
সোহেল রানা/আর বি

Comments are closed.