বাংলাটুডে২৪
২৪ জুলাই, সোমবার
পাক্ষিক আলফার ১৬ বছর পূর্তি উপলক্ষে গতকাল ২৩ জুলাই প্রতিষ্ঠানটি রাজধানীর শাহবাগ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির ওসমান স্মৃতি মিলনায়তনে বিশেষ অবদানের জন্য গুণীজন সম্বর্ধনার আয়োজন করে।
এতে কলাম লেখায় বিশেষ অবদানের জন্য কলামিস্ট ও বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজির প্রধান জনসংযোগ কর্মকর্তা মোঃ আতিকুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম কুদ্দুস, সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট, ওমর ফারুক মহাসচিব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, পাক্ষিক আলফার সম্পাদক আল-আমিন সেলিম।-প্রেসরিলিজ