rockland bd

প্রধান শিক্ষকের অর্থ আত্মসাতের অভিযোগ

0

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
বুধবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:

অর্থ আত্মসাত ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে পাবনার সাঁথিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় দেবনাথকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। বরখাস্তের কারণ হিসেবে বলা হয়েছে পরপর দুটি অর্থ ও নিরীক্ষা কমিটির যাচাই-বাছাই এ প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। প্রধান শিক্ষক বিনা রশিদে শিক্ষার্থীদের কাছ থেকে বেতন, পরীক্ষার ফী সহ অন্যান্য খাতে যে অর্থ আদায় করেন তা ব্যাংকে জমা দেননা। দৈনন্দিন আয়-ব্যয়ের রেজিস্টার ও মাদার ক্যাশ বই দেখাতে ব্যর্থ হয়েছেন। নানাবিধ খরচের বিল ভাউচারে রয়েছে ব্যাপক গরমিল। গত একবছরে শিক্ষকদের বেতনভাতা ও ঈদ বোনাস দেননি। তার বিরুদ্ধে কমপক্ষে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। তিনি অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ করে থাকেন। তিনি গত ০৮-০৯-২০১৫ইং তারিখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে তার প্রশাসনিক দুর্বলতা, নানা অনিয়ম, অদক্ষতা ও শিক্ষকদের সাথে সমন্বয়য়ের অভাবে বিদ্যালয়ের শিক্ষার মানের ক্রম্বয়ে অবনতি হয়েছে। ম্যানেজিং কমিটি কর্তৃক ১৫/১১/১৮ইং তারিখে প্রধানশিক্ষককে বরখাস্ত করে এবং ১৭/১১/১৮ইং তারিখের মধ্যে সহকারী প্রধান শিক্ষকের কাছে দায়িত্ব বুঝে দিতে বলা হলেও অদ্যাবধি প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সিদ্ধান্তকে উপেক্ষা করে চলেছেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক বিজয় দেবনাথের কাছে জানতে চাইলে তিনি বলেন ,“ এ বিষয়ে আমার কিছু বলার নাই”। প্রধান শিক্ষককে বরখাস্তের অনুলিপি সচিব, শিক্ষা মন্ত্রনালয়, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, জেলা শিক্ষা অফিসার পাবনা, জেলা প্রশাসক পাবনা, উপপরিচালক দুর্নীতি দমন কমিশন পাবনাকে (দুদক) প্রেরণ করা হয়েছে।
আব্দুদ দাইন/আর বি

Comments are closed.