rockland bd

নিজ প্রতিষ্ঠানেই সহযোগী অধ্যাপক হিসেবে নিয়োগ পেলেন রাবির শিক্ষার্থী

0

নিজ প্রতিষ্ঠানেই সহযোগী অধ্যাপক হিসেবে নিয়োগ পেলেন রাবির শিক্ষার্থী

রাবি প্রতিনিধি
মঙ্গলবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিজু খন্দকার। গত রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে আনুষ্ঠানিকভাবে তাকে নিয়োগ দেয়া হয়।
সদ্য নিয়োগ প্রাপ্ত রিজু খন্দকার রাবির পদার্থবিজ্ঞানের ১১-১২ সেশনের শিক্ষার্থী। চলতি বছরে এম.এস.সি শেষ করেছেন তিনি।
এদিকে রিজু খন্দকারকে অভিনন্দন জানিয়েছে পীরগাছা উপজেলা সমিতির রাবি শাখার সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মো. আবু রায়হান সহ কমিটির সাবেক ও বর্তমান সদস্যরা।
একই বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে শিক্ষক হওয়ার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, রাবির পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলাম ২০১১-১২ সেশনে। তারপর থেকেই ধীরে ধীরে ভালোবাসা তৈরী হয় পদার্থবিজ্ঞান বিভাগের সাথে। এম.এস.সি শেষে যেদিন আনুষ্ঠানিক ভাবে বিদায় জানানো হয়, বিভাগ থেকে চলে যেতে হবে ভেবে সেদিন খুবই কষ্ট পাচ্ছিলাম।
আজ শিক্ষক হিসেবে প্রিয় বিভাগে যোগদান করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। সকলের কাছে দোয়া চাই যেন অর্পিত দায়িত্ব সৎ ও সুষ্ঠুভাবে পালন করতে পারি।

রিজভী আহমেদ/আর এইচ

Comments are closed.