rockland bd

রাবিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীর মোবাইল ছিনতাই

0

রাবি প্রতিনিধি
মঙ্গলবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক ভর্তিচ্ছুর মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা থেকে মেইন গেটের পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থী।
ছিনতাইয়ের শিকার ভর্তিচ্ছুক শিক্ষার্থীর নাম শেখ ওমর জিসাদ। সে ব্রাহ্মনবাড়িয়া জেলার শেখ জিল্লুর রহমানের ছেলে। সে ‘বি’ ইউনিটির সাক্ষাৎকার দিতে এসেছিল।
ওমর জিসাদ বলেন, ‘আমি সোমবার রাতে রেলওয়ে স্টেশন থেকে অটোতে আসলে আমাকে কাজলা গেটে নামিয়ে দেয়। এরপর কাজলা থেকে মেইন গেটের দিকে হেঁটে আসছিলাম। মেইন গেটের কিছুদূরে আগেই থেকে অবস্থান নেওয়া ছিনতাইকারীরা আমার মোবাইল ফোন নিয়ে দৌঁড় দেয়। আমিও কিছুদূর দৌড়ে যায় তাদের পিছুপিছু। কিন্তু আমার সঙ্গে ব্যাগ থাকায় তাদের ধরতে পারিনি। আর সে সময় রাস্তায় তেমন কোন লোকজনও ছিল না যে তাদের ধরতে পারবে।’
জিসাদ আরো বলেন, এ ঘটনায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে একটা লিখিত অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, লিখিত অভিযোগ অফিসে দিয়েছে। এটা ক্যাম্পাসের বাইরে ঘটেছে। তারপরেও এ বিষয়টা খোঁজ খবর নিয়ে খতিয়ে দেখব। তাছাড়া থানায় এ বিষয়ে একটা জিডি করার কথা জানান তিনি।

রিজভী আহমেদ/আর এইচ

Comments are closed.