rockland bd

জবিতে চালু হচ্ছে নতুন তিনটি বিভাগ

0

শিক্ষাঙ্গন প্রতিবেদক ঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন তিনটি বিভাগ চালু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ৩৮তম জরুরি একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিভাগ তিনটি হলো- ‘ল্যান্ড ল অ্যান্ড ম্যানেজমেন্ট’, ‘বায়ো কেমেস্টি অ্যান্ড মলিকুলার বায়োলজি’ ও ‘জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি। কাউন্সিলে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের ৩৮তম জরুরি একাডেমিক কাউন্সিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে যে সব বিভাগে আসন সংখ্যা ১০০। তা কমিয়ে ৮০ তে নিয়ে আসা হবে । আগামী শিক্ষাবর্ষ হতে ৮০ জনের বেশি কোনো বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে না।  এই তিন বিভাগের মধ্যে সরকারের নির্দেশ অনুযায়ী একটি বিভাগ খোলা হয়েছে। আর চাকরির বাজারে চাহিদা থাকায় বাকি দু’টি বিভাগ খোলা হয়েছে।

Leave A Reply