বিবিসি । ২৩ জানুয়ারি ২০১৭,সোমবার
দ্বিতীয় টেস্টে খেলা হয়েছে সব মিলিয়ে তিন দিন। প্রথম টেস্টে আশাভঙ্গের পরাজয়ের পর দ্বিতীয় টেস্টেও প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি করেছে বাংলাদেশ দল।
নিউজিল্যান্ডের সাথে দ্বিতীয় এবং শেষ টেস্টের চতুর্থ দিনেই ৯ উইকেটে বাংলাদেশ পরাজিত হয়েছে। বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় ঐ দিনটি বাদ দিলে খেলা হয়েছে মোটে তিন দিন।
যদিও এর আগে চতুর্থ দিনের খেলায় ৩৫৪ রানেই নিউজিল্যান্ডকে অল আউট করেছিল বাংলাদেশের বোলাররা। কিন্তু ব্যাট করতে নেমে তৃতীয় উইকেট পতনের পর তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার।
দ্বিতীয় ইনিংসে ৬৫ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু ১৭ রানে ওপেনার তামিম ইকবাল এবং ৯২ রানের মধ্যেই পতন ঘটে সৌম্য সরকার, সাকিব আল হাসান এবং মাহমুদুল্লা রিয়াদের।
এরপর মাত্র ২৩ রান সংগ্রহ করতে আরো চারটি উইকেট হারায় বাংলাদেশ।
শেষ দুই উইকেটে দর্শকদের কিছুটা হাততালির উপলক্ষ তৈরি করেন দুই বোলার তাসকিন আহমেদ এবং কামরুল ইসলাম রাব্বি। তাসকিনের ২৫ এবং অপরাজিত রাব্বির ৩৩ রানের পাশাপাশি ইনিংসের সবচেয়ে বড় পার্টনারশিপটিও এই দুজনেরই।
ওয়ানডে, টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজের সবগুলো ম্যাচেই হেরেছে বাংলাদেশ।
পঞ্চম দিনে খেলা গড়িয়ে নিয়ে বাংলাদেশের আরেকটু সম্মানজনক পরাজয়ের পথটিও রুদ্ধ করে দেন ওয়ানডে মেজাজে খেলা নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা।
১৯ ওভারেই এক উইকেট হারিয়ে ১১১ রান করে জয়ের লক্ষ্যে পৌছে যায় নিউজিল্যান্ড।
এই পরাজয়ের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশের নিউজিল্যান্ড সফর।
ওয়ানডে, টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজের কোন ম্যাচেই জিততে পারেনি বাংলাদেশ।
- সংবাদ শিরোনাম
- আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি
- হেফাজত নেতাকর্মীদের ধরপাকড়ের অভিযোগ
- লকডাউন: ব্যাংক বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার
- করোনায় মৃত আরো ৬৯, নতুন শনাক্ত ৬ হাজারেরও বেশি
- কঠোর লকডাউন শুরু, ঢাকার রাস্তায়-রাস্তায় পুলিশের চেকপোস্ট
- বাংলা নববর্ষের ভাষণে প্রধানমন্ত্রী: সকলে স্বাস্থ্য বিধি মেনে চলুন
- জামায়াতের সাবেক আমির মকবুল আহমাদ আর নেই
- মসজিদে ২০জন তারাবীহ নামাজ পড়তে পারবেন: ধর্ম মন্ত্রণালয়
- কোরানের ২৬ আয়াত নিষিদ্ধের দাবি খারিজ ভারতে
- দেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ৮৩, এ পর্যন্ত মোট মৃত্যু ৯,৮২২