rockland bd

আগামিকালই তফসিল ঘোষনা

0

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা

ডেস্ক প্রতিবেদন, বাংলাটুডে টোয়েন্টিফোর-
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামিকাল বৃহস্পতিবার ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। আজ বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় নির্বাচন কমিশন (ইসি)।
বিরোধীদলীয় জোট জাতীয় ঐক্যফ্রন্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ পেছানোর দাবি জানিয়ে আসছে।
এর আগে সকালে সিইসি জোট নেতাদের সাথে বৈঠক করেন।
বৈঠকে তিনি বলেন, আপনারা জানেন আমরা এর আগেও সংসদ নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টের সঙ্গে বৈঠক করেছি। আমাদের সকল প্রস্তুতি রয়েছে। আশাকরি, কাল তফসিল ঘোষণা করা হবে।
সকাল ১১টা ২০ মিনিটে বৈঠকটি শুরু হয়ে দুপুর সাড়ে ১২ টায় শেষ হয়।

আর এইচ

Comments are closed.