rockland bd

ফুলবাড়ীতে ৪ জুয়াড়ী আটক

0

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি, বাংলাটুডে টোয়েন্টিফোর- কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৪ জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার সন্ধায় উপজেলা নেওয়াশী বাজারে জুয়া খেলার সময় তাদেরকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার রাবাইতারী গ্রামের নুর ইসলামের ছেলে ওমর ফারুক (৩০), একই গ্রামের মৃত লালটু মিয়ার ছেলে আব্দুল খালেক (৪৫), বোয়ালভীর গ্রামের মগা মাঝির ছেলে শ্রী কার্তিক চন্দ্র বিশ্বাস (৩০), মৃত সুধির চন্দ্রের ছেলে শ্রী মুকুল চন্দ্র (৩৯)। ( যাহার মামলা নং-০৩)।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ডিউটিরত অফিসার এস আই শাহিন জানান, আটক জুয়াড়ীদের নামে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আব্দুল আজিজ মজনু/আর বি

Comments are closed.