rockland bd

সামাজিক মাধ্যমের অপপ্রচার থেকে দূরে থাকুন, আলেমদের প্রধানমন্ত্রী

0

সামাজিক মাধ্যমের অপপ্রচার থেকে দূরে থাকুন, আলেমদের প্রধানমন্ত্রী

ঢাকা, বাংলাটুডে টোয়েন্টিফোর-
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মিথ্যা অপপ্রচারে প্রভাবিত হয়ে আইন নিজের হাতে তুলে না নিতে দেশের আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার তিনি বলেন, ‘যদি কেউ আমাদের নবীর বিরুদ্ধে কিছু বলে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার করা হবে, আমরা আইন নিজের হাতে তুলে নেব না…আইন নিজের গতিতে চলবে।
তাদের (অপরাধীদের) আমরা যথাযথ শিক্ষা দেব, যাতে তারা ভবিষ্যতে এমন অপপ্রচার ছড়াতে না পারে।’
কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (তাকমিল) সনদকে মাস্টার্স ডিগ্রির (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমান মর্যাদা দেয়ায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ’র উদ্যোগে আয়োজিত শুকরানা মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সামাজিক মাধ্যমে মিথ্যা অপপ্রচার বন্ধ করার জন্য সরকার সাইবার অপরাধ আইন করেছে।
শেখ হাসিনা বলেন, তিনি জানেন যে সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার ছড়ানো হয়।
এসব বিশ্বাস না করতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা সাইবার অপরাধ আইন প্রণয়ন করেছি, যদি কেউ মিথ্যা অপপ্রচার ছড়ায় তাহলে তাকে তাৎক্ষণিকভাবে বিচারের আওতায় আনা হবে এবং দেশের আইন অনুযায়ী বিচার করা হবে।’
প্রধানমন্ত্রী বলেন, তিনি এবং তার দল সব সময় নবী হজরত মোহাম্মদ (সা.)-এর পথ অনুসরণ করেন।
বিশ্বের মুসলিমদের মধ্যে চলমান শত্রুতা ও হানাহানি নিয়ে তিনি বলেন, অস্ত্র উৎপাদক ও বিক্রেতারা এসব হানাহানি থেকে লাভবান হচ্ছে।
বাংলাদেশের মাটিতে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে নিজের দৃঢ় অবস্থান পুনরায় ব্যক্ত করেন শেখ হাসিনা।
হাতেগোনা কিছু মানুষের জন্য ইসলাম কলঙ্কিত হতে পারে না জানিয়ে তিনি বলেন, ‘সন্ত্রাসীদের কোনো ধর্ম, দেশ ও সমাজ নেই, তারা শুধুমাত্র সন্ত্রাসী ও জঙ্গি।
একজন ব্যক্তি যখন যথাযথভাবে ইসলামে বিশ্বাস করবেন তিনি কখনো সন্ত্রাসী ও জঙ্গি হতে পারবেন না।’
আসন্ন সাধারণ নির্বাচন বিষয়ে অনুষ্ঠানে আলেম-ওলামাদের দোয়া প্রার্থনা করেন শেখ হাসিনা।
আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়ার সভাপতি আল্লামা শাহ শফির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল্লামা আশরাফ আলী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ আব্দুল্লাহ, মৌলানা আজহার আলী শাহ, মৌলানা ফরিদ উদ্দিন প্রমুখ।
পরে দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আল্লামা শাহ শফি।-ইউএনবি

আর এইচ

Comments are closed.