rockland bd

বিএনপি হিলারীকে সমর্থন করায় তিনি হেরে গেছেন: ফারুক খান

0

কুড়িগ্রাম সংবাদ । ১০ নভেম্বর ২০১৬,বৃহস্পতিবার

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেঃ কর্নেল ফারুক খান এমপি বলেছেন, মার্কিন নির্বাচনে বিএনপি হিলারী ক্লিনটনকে সমর্থন করায় তিনি হেরে গেছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার হওয়ায় মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, এই হিলারী ক্লিন্টনের সঙ্গে মিলে ইউনুস খালেদা জিয়াকে সাথে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। সে ষড়যন্ত্র সফল হয়নি। সুতরাং শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে পৃথিবীর যে প্রান্তেই ষড়যন্ত্র হোক না কেন তা সফল হবে না।
গতকাল বুধবার বিকেলে মুকসুদপুর আইডিয়াল স্কুল মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম সিকদার, উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল, আশরাফ আলি আশুসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Comments are closed.