rockland bd

কাউনিয়ায় জেএসসি,জেডিসি পরীক্ষায় অনুপস্থিত ১৪২জন

0

কাউনিয়ায় জেএসসি,জেডিসি পরীক্ষায় অনুপস্থিত ১৪২জন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি, বাংলাটুডে টোয়েন্টিফোর-
কাউনিয়া উপজেলায় ২০১৮ জেএসসি, জেডিসি ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে বৃহস্পতিবার অনুপস্থিত ছিল ১৪২ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হেসেন জানান, উপজেলায় ৬টি কেন্দ্রে জেএসসি জেডিসি ও ভোকেশনাল পরীক্ষায় জেএসসিতে ৪৯৭৫, জেডিসি তে ৫৮৮ ও ভকেশনাল ২৬৬ জন পরীক্ষার্থী।
১ম দিনে কাউনিয়া মোফাজ্জল হোসেন কেন্দ্রে ১৭৫১ জনের মধ্যে অনুপস্থিত ৩৫জন, কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৪৪ এর মধ্যে ১১, হারাগাছ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯১৬ এর মধ্যে ২২, দরদী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৮২ এর মধ্যে ১৪, ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৭৮২ এর মধ্যে ১৮, জেডেসি নিজপাড়া মাদ্রাসা কেন্দ্রে ৫৮৮ এর মধ্যে ৩৭ জন, এবং ভোকেশনাল ২৬৬ জনের মধ্যে ৫জন অনুপস্থিত ছিল ।
উপজেলা নির্বাহী অফিসার এসএম নাজিয়া সুলতানা সার্বক্ষনিক পরীক্ষা কেন্দ্র গুলো পর্যবেক্ষণ করেন। কাউনিয়া শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সারওয়ার আলম মুকুল/আর এইচ

Comments are closed.