rockland bd

জাতীয় যুব দিবস ২০১৮ উৎযাপন

0

জাতীয় যুব দিবস ২০১৮ উৎযাপন

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি, বাংলাটুডে টোয়েন্টিফোর-
জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাটে আর.ডি.আর.এস. বাংলাদেশ বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূচির আওতায় জাতীয় যুব দিবস ২০১৮ উৎযাপন হয়।
দিবসটি উৎযাপন উপলক্ষে একটি র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালীতে প্রতিটি ওয়ার্ডের যুব ফোরাম সদস্য ও কিশোরী ক্লাবের কিশোরীরা অংশগ্রহণ করেন।
র‌্যালী শেষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন কর্মসূচি ব্যাবস্থাপক আর.ডি.আর.এস. বাংলাদেশ পঞ্চগড়ের রেজাউল করিম।
আরোও উপস্থিত ছিলেন ইউসুফ আলম,রফিকুল ইসলাম ও আশরাফুল ইসলাম প্রমুখ।

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা/আর এইচ

Comments are closed.