rockland bd

মহিষের দৌড় প্রতিযোগিতা

0

ডেস্ক প্রতিবেদন, বাংলাটুডে টোয়েন্টিফোর-
থাইল্যান্ডে বর্ষার শেষে এবং ধান কাটার শুরুতে হয় মহিষের দৌড় প্রতিযোগিতা৷ ১৪০ বছরের বেশি সময় ধরে দেশটিতে চলে আসছে জনপ্রিয় এই খেলা৷

কাদা মাটিতে দৌড়

মহিষের এই দৌড় প্রতিযোগিতা হয় কাদা মাটিতে৷ থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে কয়েকদিন আগে হয়ে যাওয়া মহিষদের বার্ষিক প্রতিযোগিতায় রেস শেষ করেছেন জকিরা৷

প্রতিযোগিতার জন্য প্রস্তুতি

দৌড় প্রতিযোগিতার জন্য মহিষকে প্রস্তুত করতে নানা পদক্ষেপ নেন মালিকরা৷ প্রতিযোগিতা উপলক্ষে প্রশিক্ষণও দেওয়া হয় মহিষকে৷ প্রশিক্ষণে নেওয়ার আগে নিজের মহিষকে গোসল করাচ্ছেন তার মালিক৷

মহড়া

গত ৪৫ বছর ধরে মহিষের দৌড় প্রতিযোগিতায় সম্পৃক্ত অনন চালেরম্লার্বের একটি মহিষের প্রশিক্ষণে তার উপর চড়ে বসেছেন ইয়াতানিউ ইয়ানশ্রি৷

সর্বস্ব দিয়ে ছোটা

চোনবুরি বার্ষিক মহিষের দৌড় প্রতিযোগিতায় অংশ নেন অনেকে৷ মূল পর্বে দেখা যায় জকিদের দারুণ প্রতিযোগিতা৷

প্রশিক্ষণের প্রতিফলন

প্রশিক্ষণের প্রতিফলন দেখা যায় প্রতিযোগিতায়৷ ছবিতে চোনবুরির বার্ষিক মহিষের দৌড় প্রতিযোগিতা সফলতার সঙ্গে শেষ করছেন ইয়াতানিউ ইয়ানশ্রি৷

বড়দের সঙ্গে থাকে শিশুরা

প্রতিযোগিতায় মহিষের জকি হিসেবে প্রাপ্ত বয়স্কদের সঙ্গে শিশুরাও অংশ নেয়৷

শিশুদের সাজ-সজ্জা

মহিষের দৌড় প্রতিযোগিতা উপলক্ষে শরীরে কালো রঙ মেখে এই সজ্জায় আসে শিশুরা৷-ডয়েচে ভেলে

 

এবিএস

Comments are closed.