rockland bd

লক্ষ্মীপুরে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক’ র‌্যালি

0

লক্ষ্মীপুর প্রতিনিধি, বাংলাটুডে টোয়েন্টিফোর-
লক্ষ্মীপুরে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক’ র‌্যালি ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকালে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে জেলা কালেক্টরেট প্রাঙ্গনে মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।
পরে মুক্ত মঞ্চে প্রধান অতিথি হিসেবে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আলীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ উল্লাহ, সহকারি কমিশনার ভুমি (সদর) ফাহমিদা মোস্তফা, সদর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন প্রমুখ ।
উৎসবে বিভিন্ন গানে দর্শকদের মাতিয়ে তোলেন কণ্ঠ শিল্পী পরান, আঁচল ও অর্ণবসহ স্থানীয় শিল্পীবৃন্দ।

ইসমাইল হোসেন রবিন/আর এইচ

Comments are closed.