rockland bd

হঠাৎ বন্যায় ফ্রান্সে মৃত ১০

0

বিদেশ ডেস্ক-


দক্ষিণ ফ্রান্সের কয়েকটি নদীতে হঠাৎ বন্যা দেখা দেওয়ায় গতকাল সোমবার দক্ষিণ ফ্রান্সে কমপাক্ষে ১০ ব্যক্তি প্রাণ হারান। খবর রয়টার্স ও অন্যান্য বার্তা সংস্থার। দক্ষিণাঞ্চলীয় ভিলেগেইলহেন্স-এ এই ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তারা জানা, রাতের বেলা কয়েখ ঘন্টার প্রবল বর্ষণে এলাকার গ্রামগুলি বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বাড়িঘর তলিয়ে যায়। স্থানীয় কর্মকর্তারা জানান, কয়েক ঘন্টায় যেন ৭ মাসের গড় বৃষ্টিপাত ঘটেছে।

তারা জানান, ট্রেবেস ও আউদ নদীর পানি উপচে এই বন্যার ঘটনা ঘটে। এই বন্যার কারণে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মারকন পূর্বঘোষিত মন্ত্রীসভায় রদবদলের সিদ্ধান্ত স্থগিত রাখেন।

এদিকে প্রধানমন্ত্রী এদুয়ার্দো ফিলিপ ইতিমধ্যে বন্যাকবলিত এলাকায় গিয়ে পৌঁছেছেন।

বাংলাটুডে২৪/এ এস

Comments are closed.