rockland bd

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকুর স্ত্রীর ইন্তেকাল

0

অধ্যক্ষ লুৎফন্নেছা বেগম

উপজেলা প্রতিনিধি, সাঁথিয়া (বাংলাটুডে) : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পাবনা-১ আসনের সংসদ সদস্য এ্যাড.শামসুল হক টুকুর স্ত্রী পাবনা সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ লুৎফন্নেছা বেগম আজ রবিবার সকাল ১১টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহে ওয়া ইন্নাল্লিাহে রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, ডায়াবেটিক ও ঠান্ডা জনিত রোগে ভুগছিলেন। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ১৬ জানুয়ারী রাত ১২টায় এয়ার এ্যামব্যুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় ।
মৃত্যুকালে তিনি স্বামী, ৩ছেলে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন, পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, জেলা কমিটির সদস্য মোজাম্মেল হক খান, সাঁথিয়া উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাধারণ সম্পাদক তপন হায়দার সান, সাঁথিয়া পৌর সভার মেয়র মেরাজুল ইসলাম প্রামানিক, আ,লীগ নেতা হাসান আলী খান, আলহাজ্ব রবিউল করিম হিরু, আব্দুল জলিল, অধ্যক্ষ নজরুল ইসলাম, সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুদ দাইন সরকার প্রমুখ।
মরহুমার মরদেহ সিঙ্গাপুর থেকে গ্রহন করার জন্য তার স্বামী সাংসদ এ্যাড. শামসুল হক টুকু আজ রাত ১১টায় বিমান যোগে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবেন। মরদেহ বাংলাদেশে আসার পর পাবনার বেড়া উপজেলার বৃশালিখা গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে।

আব্দুদ দাইন/আর এইচ

Comments are closed.