rockland bd

সাঁথিয়ায় নিরাপদ সড়কের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

0

সাঁথিয়া (পাবনা), জেলা প্রতিনিধি/বাংলাটুডে টোয়েন্টিফোর ডটকম


আজ ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’। নিরাপদ সড়ক চাই (নিসচা) দীর্ঘ ২৫ বছর ধরে সড়ককে নিরাপদ করার লক্ষ্যে আন্দোলন করে আসছে। সড়ককে নিরাপদ করার আন্দোলনের ধারাবাহিকতায় প্রতি বছর ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়।

সড়ক দুর্ঘটনারোধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবিতে ও নিরাপদ সড়কের দাবিতে সারাদেশের মতো পাবনার সাঁথিয়ায় “আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো” এই প্রতিপাদ্যকে ধারন করে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন কর্মসুচী পালন করে এবং এ সংক্রান্ত লিফলেট বিতরন করে।

আব্দুদ দাইন/আর বি

Comments are closed.