rockland bd

শান্তির নন্দিত দূত ১০বছরের আফগান বালক হিকমাতুল্লাহ

0

কাবুল, ভয়েস অব আমেরিকা-


পোষা কুকুরকর সঙ্গি করে আফগানজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে ১০ বছর বয়সী হিকমাতুল্লাহ। ছবি- ভয়েস অব আমেরিকা


আফগানিস্তানের বিস্ময় বালক, ১০ বছর বয়সী হিকমাতুল্লাহ তার মাকে যুদ্ধে হারাবার পর বিরল এক শান্তি আন্দোলনে যোগ দিয়েছে। এর সদস্যরা পাঁয়ে হেটে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে শত শত কিলোমিটার পাড়ি দিয়ে শান্তির বাণী ছড়িয়ে দিচ্ছেন।
হিকমাতুল্লাহ জানায় একটি মর্টার আমাদের বাড়িতে আঘাত করে আমার মা’র জীবন কেঁড়ে নিয়েছিল :সেই থেকেই আমি এই আন্দোলনে আমি শামিল হয়েছি। আমি চাইনা অন্যান্য শিশুদের মায়েরাও এমনিভাবে মৃত্যুবরণ করুক : আমি শান্তি চাই, আমি স্কুলে ফিরে যেতে চাই।

পাঁয়ে হেটে কাবুলে পৌছেছে শান্তি আন্দোলনের সদস্যরা।


হিকমাতুল্লাহ কাবুল থেকে বাল্খ যাবার পথে একটি কুকুরকে খুঁজে পায়,সেই থেকে সেও তাদের সফরসঙ্গী।
প্রথমে মনে হয়েছিল সে অন্যত্র কোথাও চলে যাবে, তবে সে যায় নি। আদর করে তার নাম দেয়া হয় “সারানা,”যার অর্থ পর্যবেক্ষক। এখন আমাদের সফরসঙ্গী “সারানা” সবারই দেখাশোনা করে।

বাংলাটুডে২৪/আর এইচ

Comments are closed.