rockland bd

যশোরে মায়ের উপর অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

0

সোহেল রানা, যশোর জেলা প্রতিনিধি

যশোরের চৌগাছায় মায়ের উপর অভিমান করে আখিঁ আক্তার ( ১৩ ) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।নিহত আঁখি খুলনা জেলার তেতুল বাড়িয়া গ্রামের প্রবাসি নজরুল ইসলামের মেয়ে এবং চৌগাছা ছারা বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী। আখিঁ চৌগাছায় বড় বোন তামান্না ইয়াসমিনের ভাড়া বাসায় থেকে লেখা পড়া করছিল। গত সোমবার বিকেলে মেয়েটির মা মোবাইল ফোনে বকাঝকা করে। এতে মায়ের উপরে অভিমান করে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।মেয়েটির নানা রুহুল আমিন জানান, কি নিয়ে মায়ের সাথে আখিঁর মোবাইলে ঝগড়া হয়েছে তা জানিনা। দুপুরে বাসায় কেউ না থাকায় সকলের অগোচরে গলায় ফাঁস দেয় সেসে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। চৌগাছা থানার ডিউটি অফিসার সহকারি উপ পরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রাকিব/২/১৯

Comments are closed.